কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে কিশোরগঞ্জ টু ঢাকা অনন্যা সুপার গেইটলক স্পেশাল সার্ভিসের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম (সেবা) পিপিএম (বার)।
এই উপলক্ষে গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক।
বুধবার (০৩ এপ্রিল) সকালে গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনালের সামনে আলোচনা সভায় এই গেইটলক সার্ভিসটি উদ্বোধন করা হয়।কাউনিয়ায় ভিজিএফ চাল বিতরণ শুরু
গেইটলক সার্ভিসটি আগের পুরাতন গাড়িকেই মেরামত করে মন্দের ভালো হিসাবে কিশোরগঞ্জ টু ঢাকা ২০টি বাসকে নির্ধারণ করা হয়েছে গেইটলক স্পেশাল সার্ভিস হিসেবে।
জানা যায়, দীর্ঘ ১৪ বৎসর যাবত কিশোরগঞ্জ বাসী গেইটলক সার্ভিসটি ভুলে গিয়েছিল। ১০ বছর পরে নবনির্বাচিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে এই গেইটলক সার্ভিসটি পুনরায় চালু করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান নতুন রোড হিসেবে কিশোরগঞ্জ গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনাল হইতে কটিয়াদী হয়ে মঠখোলা মোড় হয়ে চালাকচর হয়ে ইটাখলা দিয়ে বের হবে। এতে করে নতুন এ রোডে প্রায় এক ঘন্ট সময় কম লাগবে বলে মালিক সমিতি আশা ব্যক্ত করেছে। এতে যাত্রীরাও নির্বিঘ্নে ও চলাচল করতে পারবে।