র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা ও কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪২টি আসনের ১১টি ট্রেনের অগ্রীম টিকিট, নগদ ৪,৫০০/-টাকা এবং ০৩টি মোবাইল’সহ মোঃ রহমত উল্লাহ (২৯) এবং মোঃ মোখলেছ ভুইয়া (২০) নামের ০২ জন টিকিট কালোবাজারী চক্রের সদস্য কে আটক করেছে র্যাব।নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন
র্যাব-১৪, সিপিসি-২, এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব সংবাদ মাধ্যম কে জানায় র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের নিকট বেশ কিছু দিন ধরে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসতে থাকে যে, পবিত্র ঈদ কে সামনে রেখে একটি টিকিট কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী রেলওয়ে ষ্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রীম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে এবং পরবর্তীতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে আসছে । উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য টিকিট কালো বাজারী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
কিশোরগঞ্জ টু ঢাকা গেইটলক স্পেশাল বাস সার্ভিসের শুভ উদ্বোধন
এরই প্রেক্ষিতে বুধবার ০৩ এপ্রিল বেলা ২ টার সময় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা হতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এক অভিযান পরিচালনা করে ৪২(বিয়াল্লিশ)টি আসনের ১১(এগার)টি ট্রেনের অগ্রীম টিকিট’সহ টিকিট কালো বাজারীর সাথে জড়িত ১। মোঃ রহমত উল্লাহ(২৯), পিতা-মো: কাছুম আলী, সাং-ফুলবাড়িয়া,(নওবাড়িয়া) ২। মোঃ মোখলেছ ভূইয়া(২০), পিতা-কাজল ভূইয়া, সাং-সহশ্রাম, উভয় থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে গ্রেফতার করেছে । এ সময় তাদের নিকট হইতে টিকিট বিক্রয়ের নগদ ৪,৫০০/-টাকা সহ ০৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।