ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৭ তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে এ ঈদ জামাত। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ। তার বিকল্প হিসেবে থাকবেন বড় বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা শোয়াইব আব্দুর রউফ। শোলাকিয়া ঈদগাহ মাঠ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য অত্যন্ত নিরাপদ। সকলকে আহবান জানাচ্ছি মাঠে আসেন, জামাতে নামাজ পড়েন এবং নিরাপদে নিশ্চিন্তে বাড়ি ফিরবেন। এজন্য যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নেয়া হয়েছে।
রোববার (০৭ এপ্রিল) দুপুরে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়াও সাংবাদিকদের শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের সার্বিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এখানে মুসুল্লিদের জন্য আমাদের মাঠের অভ্যন্তরে সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। এছাড়া অজুর জন্যে বড় পরিসরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের জন্য ওয়াশরুমও স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে যদি মুসুল্লিদের চিকিৎসার প্রয়োজন হয় সেকারণে মাঠে মেডিকেল টিম রাখা হবে। ডাক্তার এখানে থাকবেন। আমাদের হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাগণও এখানে দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিসের লোকজন এখানে থাকবেন। বরাবরের মতোই আমরা কতগুলো ওয়াচ-টাওয়ার নির্মাণ করেছি। ওয়াচ-টাওয়ার ও মাঠের আসপাশে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি স্থাপন করা হয়েছে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র্যাব, আনসারসহ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page